আজকাল লোকমুখে দেশে বিদেশে বিভিন্ন পরিসংখ্যান আমরা প্রতিনিয়ত পেয়ে যাচ্ছি যা বর্তমান সময়ের প্রেক্ষাপটে এবং অদুরভবিষ্যতে কি কি হতে যাচ্ছে!!

অনেকেই রুপকভাবে ব্যাখ্যা দান করা শুরু করেছেন Hedge Funds/Mutual Funds এর "AAA" রেটিং দিয়ে আবার অনেকেই আগ থেকে বলছেন যে বৈশ্বিক অর্থনীতি ২০০৭ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত যে বিপর্জয় নেমেছিলো তার তিনগুনের অধিকতর অর্থনীতি সংকুচিত হতে পারে!

কিছু প্রেক্ষপটের নিরিখেঃ
আয়ারল্যান্ডের অর্থনৈতিক পূর্বাভাস নিয়ে European Union বলছে যে, আইরিশ অর্থনীতি ৭.৭৫% সংকুচিত হবে ২০২০ সালে কিন্তু ঘুরে দাঁড়াবে ৬.২৫% যা ২০২১ সাল নাগাদ!

কিন্তু GDP (Gross Domestic Product) ৭.৯% হ্রাস পাবে ২০২০ সালে কিন্তু তা উন্নয়নের দিকে বৃ্দ্ধি পাবে ৬.১% যা ২০২১ সালের দিকে!

আর আয়ারল্যান্ডের বেকারত্ব হার ৬.৭% ছিলো ২০১৯ সালে, যা বৃদ্ধি পেয়ে ৯% হয়েছে ২০২০ এবং আশা করা হচ্ছে তা ৭% এ গিয়ে ঠেকছে ২০২১ সালের দিকে!!

আর ০৭ই মে ২০২০, ইংরেজী পত্রিকা The Guardian এ "Bank of England" এর রিপোর্ট প্রকাশ হয় যাতে বলা হচ্ছে যে ইংল্যান্ড বিগত ৩০০ বৎসরের ইতিহাসে সবচাইতে বেশী পরিমানে অর্থনৈতিক মন্দা (Recession to Great Great Depression) এর দিকে ধাবিত হচ্ছে! তাদের অর্থনীতি ১৪% হ্রাস পাচ্ছে আর Brexit এর ডাবল ধাক্কা তো আছেই!

দেখবেন ব্রিটীশরা গণহারে ছাত্র ভিসা দেওয়া শুরু করবে ওদের শিক্ষা-প্রতিষ্ঠানসহ অর্থনীতি চাঙ্গা করার জন্যে! যেটা ওরা হুবাহু ২০০৮/২০০৯ এ করেছিলো যাকে আমরা বলি "British Trap"! তাই দেশী ভাইবোনেরা সর্তক থাকুন! ভুলেও ব্রিটেনের আসার নাম নিবেন না আগামি ২/৩ বৎসর!!

আর ইউরোপের ইঞ্জিন বলে খ্যাত শক্তিশালী জার্মানির অর্থনীতি নাজুক পর্যায়ে রয়েছে এখন! Bundesbank (জার্মান ব্যাংক) এর মতে "Germany faces bleak economic outlook"! (অর্থাৎ জার্মানি অর্থনৈতিক অন্ধকারের দিকে মুখামুখি হতে যাচ্ছে!)

আর পুঁজিবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান মুদ্রাস্ফীতি ০.৮% হলেও ২০২০ সালে ১.০% এ, ২০২১ সালে ১.৫% এ এবং ২০২২ সালে ২% এ বৃদ্ধি পাচ্ছে!!

"The Big Four" {Earnest & Young, Price water house coopers (PWC), KPMG, Deloitte} এই চারটি Audit (একাউন্টিং ফার্ম) বিশাল কোম্পানী গুলোর পূর্বাভাসও মুল্যায়ন করা সঠিক হবে না কারন এরা ২০০৭ সালেও ভুল তথ্য দিয়েছিলো!

আর IMF (International Monetary Fund), W.B. (World Bank) আর ECB (European Central Bank) রিপোর্টগুলোও তাদের উদ্দেশ্যপ্রনোদিত! সুতরাং এদের থেকেও সাবধান থাকুন ! গরীবদেশগুলোতে তথাকথিত বিভিন্ন Development Goals, Stimulus Projects দিয়ে ঝুলিয়ে রাখছে যা আক্ষরিক অর্থে "বানরকে রুটি ভাগ করতে দেয়ার দায়িত্ব দেওয়া"!

ব্যাপারটা কেউ লক্ষ্য করেছেন কি না জানি না, বিশ্বে এত সম্পদ রয়েছে যে একটু সুষ্ঠু পরিকল্পনা করে কার্যসিদ্ধ করলেই কিন্তু বছর দুইয়ের মধ্যেই ঘুরে দাঁড়ানো সম্ভব যে কোন দেশের! "হ্যা" তবে কথা রয়েছে দুর্নীতিমুক্ত থাকতে হবে।

লক্ষ্য করুন-
বাংলাদেশের গরীব লোকেরা "বেকার ভাতা" ছাড়াই কিছু করে বেঁচে থাকার উপায়/অবলম্বন তৈরী করে নিতে পারে এবং অতি অল্পতেই সুখী হতে পারে!

পক্ষান্তরে, আয়ারল্যান্ডসহ উন্নতদেশে "সামাজিক বেকার ভাতা" বন্ধ করে দিলে ওদের দেশের সাধারন জনগন চরম হিমশিম খেয়ে যায়! আর এরা যত চাই ততই আরও বেশী চাই এই স্বভাব বিদ্যমান!

আমরা কোন এক সময়ে শুনেছিলাম যে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ হচ্ছে আমাদের গরীবদেশের মানুষেরা আর সবচাইতে অসুখী হচ্ছে প্রচন্ড ভোগবিলাসে অভ্যস্ত ধনী আমেরিকার মানুষেরা!

এটা প্রতীয়মান হয় যে বাহ্যিক এবং আত্নিকসুখ এই দুটোই ভিন্ন বিষয়!

মজার বিষয় দেখবেন যে ভিয়েতনাম দেশটি হয়ে উঠবে নতুন অর্থনৈতিক শক্তিশালী দেশ যা আমেরিকাকে ঐতিহাসিক লজ্জা আবারোও দিয়ে দিবে!!

যা হোক, অনেকে পরিসংখ্যানিক সংখ্যাতত্ত্ব বা চিত্রে গবেষণামুলকে আনন্দ পান আবার সহজ সরল ভাষায় পড়ে নিয়ে বুঝে নিতে পারেন।

তাই অতিরঞ্জিত তত্ত্ব/তথ্য না দিয়ে বলবো যে "Stay Safe and Stay Optimistic", ভুলে যাবেন না জীবনের চাকার মোর ঘুরতে বেশী সময়ক্ষেপন লাগে না!!

দরকার শুধু ভালো পরিকল্পনা যা আপনার এবং অন্যের উপকারে আসবে।

"Boomerang Theory"
সবকিছুই কর্মফল দ্বারা নির্ধারিত যে!!

লেখকঃ সমীর কুমার ধর
ডাবলিন, আয়ারল্যান্ড