বৃটেনের বেথনাল গ্রীন ও বো সংসদীয় আসনে লেবার পার্টি থেকে নির্বাচিত সাংসদ রোশনারা আলী বরাবরই স্পষ্টবাদী, প্রতিবাদী রাজনীতিবিদ। বর্তমান কনজার্ভেটিভ পার্টির দুঃসাশন আর নিগ্রহের স্বীকার হচ্ছে দরিদ্র মানুষ।
সরকার ইতোমধ্যে কমিউনিটি পুলিশের বাজেট কর্তন করেছে, বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের বিনামূল্যে খাবার সরবরাহ বন্ধ করেছে, দুটি সন্তানের বেশি হলে রাষ্টীয় ভরণ পোষণের দায়িত্ব থেকে সরে এসে পিতামাতার উপর অতিরিক্ত ব্যয় চাপিয়েছে। জনগণের এমন দূর্যোগে কিভাবে নীরব থাকবেন জন নন্দিত এই রাজনীতিবিদ, তাইতো এবার প্রতিবাদে সরব হয়েছেন তিনি। সরকারের বিভিন্ন সিদ্ধান্তে সৃষ্ট এরুপ ভারসাম্যহীন অসম সমাজব্যবস্থার নিন্দা জানিয়েছেন।
মানুষের দূর্ভোগ বাড়িয়ে বর্তমান সরকার যে অস্থিতিশীল নৈরাজ্যের রাজত্য কায়েম করতে চাচ্ছেন তাতে সমাজে দীর্ঘমেয়াদে এর বিরুপ প্রভাব পড়বে। গত মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে পুনরায় ফ্রী মিল (বিনামূল্যে খাবার) সুবিধা চালু করার জন্য প্রধানমন্ত্রী বরিস জনসনকে আহ্বান জানান। তিনি মিস্টার জনসনকে স্মরণ করিয়ে দিতে চান প্রধানমন্ত্রী হওয়ার পূর্বে জনগণকে দেয়া বিভিন্ন আশ্বাসের কথা পাশাপাশি এটাও স্মরণ করিয়ে দেন যে তিনি যেন ইউ টার্ণ না নেন।
ওবায়দুর রহমান রুহেল
বার্তা সম্পাদক