লিবিয়ায় কিছু মানব পাচারকারীদের বন্দুক হামলায় বৃহস্পতিবার কমপক্ষে ২৭ বাংলাদেশি নিহত ও ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ঘটনার বিষয়টি ইউএনবিকে নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এবং লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এসকে সেকেন্দার আলী।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমও এ ঘটনার খবর জানিয়ে দাবি করেছে যে, লিবিয়ার একটি পাচারকারী পরিবার মৃত্যুর প্রতিশোধ নিতে ৩০ জন অভিবাসীকে গুলি করে হত্যা করেছে। ত্রিপোলি থেকে ১৮০ কিলোমিটার দূরে মিজদা শহরে ওই অভিবাসীদের হত্যা করা হয়েছে। এ ঘটনার পর লিবিয়ার একটি পরিবারে আশ্রয় নেয়া বেঁচে যাওয়া এক বাংলাদেশির কাছ থেকে ফোনে ঘটনাটি জানতে পারে দূতাবাস।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, 'আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। আমাদের মিশনের কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করবেন।'