এখন পর্যন্ত ১০৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে, সৌদি আরবে ক্রমেই বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। সোমবার সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৯৩ জন।
এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ হাজার ৩৪৫ জন। এদিন মারা গেছেন আরও আটজন। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩২০ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ হাজার ২৬ জন। তবে আশার কথা, এদিন ভাইরাসে আক্রান্তের চেয়ে সুস্থ হওয়ার সংখ্যা বেশি। এ নিয়ে দেশটিতে মোট ২৮ হাজার ৭৪৮ জন কোভিড-১৯ রোগী সুস্থ হলেন।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ৪৪ শতাংশ সৌদি নাগরিক, বাকি ৫৬ শতাংশই প্রবাসী। সৌদি আরবে এখন পর্যন্ত ১০৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন তিন হাজার ৭০০ বাংলাদেশি। খবর বিবিসির। আক্রান্ত ও মৃত বাংলাদেশিদের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
এদিন সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে দেশটির রাজধানী রিয়াদে, ৬৪২ জন। এছাড়া মক্কায় ৫১০ জন, বন্দর নগরী জেদ্দায় ৩০৫ জন, মদিনায় ২৪৫ জন, দাম্মামে ১৭৪ জন, আল হুফুফে ১৪৭ জন ও আল খোবারে ১৩৩ জন নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।
মোহাম্মদ আইয়ুব আলী
খামিজ মুশায়েত
সৌদী আরব