মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, করোনাভাইরাসের ভ্যাকসিন আসুক বা না আসুক যুক্তরাষ্ট্রে সব কিছু ফের চালু হবে। শুক্রবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এক সংবাদ সম্মেলনে এসে এই মন্তব্য করেন ট্রাম্প। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ট্রাম্প ঘোষণা দিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্র করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে যাচ্ছে। তবে ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে সব কিছু চালু হওয়ার জন্য ভ্যাকসিনের অপেক্ষায় থাকবেন না তিনি। লকডাউন উঠে যাবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশ্বের প্রথম পারমাণবিক অস্ত্র তৈরির তৎপরতার সঙ্গে করোনার ভ্যাকসিন প্রকল্পের তুলনা করেন ট্রাম্প। তিনি এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন যে, করোনার ভ্যাকসিন না এলেও আমেরিকানদের অবশ্যই স্বাভাবিক জীবনে ফিরতে হবে।
এক বছরের মধ্যে করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি হওয়া নিয়ে অনেক বিশেষজ্ঞই সন্দেহ প্রকাশ করেছেন।
করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির লক্ষ্যে যুক্তরাষ্ট্র একটি প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পটির নাম 'অপারেশন ওয়ার্প স্পিড'। ট্রাম্প জানিয়েছেন, দ্রুত গবেষণা ও অনুমোদনের লক্ষ্যে প্রকল্পে ১৪টি সম্ভাব্য ভ্যাকিসন নিয়ে কাজ শুরু হবে। কাজটা বড় ও দ্রুত হবে।