লন্ডনভিত্তিক বাংলা টেলিভিশন "চ্যানেল এস" -এর উপস্থাপক মাহি জলিলের হিন্দু সম্প্রদায়কে হেয় করে দেওয়া বর্ণবাদী মন্তব্যের তীব্র নিন্দা করেছেন টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র জন বিগস্।
জন বিগস্ এ সম্পর্কিত এক বিবৃতিতে বলেন, "আজ রাতেই আমি লন্ডনভিত্তিক বাংলা টেলিভিশন 'চ্যানেল এস' এর একটি বর্ণবাদী সম্প্রচারের বিষয়ে অবগত হয়েছি, উক্ত সম্প্রচারে হিন্দু সম্প্রদায় সম্পর্কে অপমানজনক এবং অবমাননাকর বক্তব্য দেওয়া হয়েছে। এটি একটি লজ্জাজনক এবং ঘৃণ্য বিবৃতি। যে ব্যক্তি এই বক্তব্যটি দিয়েছেন তাকে জনসন্মুখে ক্ষমা চাইতে হবে এবং সাধারণ জনগনের আস্থা পুনঃনির্মাণের জন্য উক্ত টেলিভিশন চ্যানেলটিকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।"
হিন্দু সম্প্রদায়কে নিয়ে এমন একটি ঘৃন্যতম বক্তব্য দেওয়ার কারেণ এই টেলিভিশনটির বিষয়ে 'অফকমের' কাছে অভিযোগ জানানো হবে। টিভি চ্যানেলের এই ধরণের বিবৃতি সম্প্রচার কখনোই প্রত্যাশিত নয়।
উল্লেখ্যঃ Ofcom ইউনাইটেড কিংডমে বাণিজ্যিক ভিত্তিতে টেলিভিশন সম্প্রচারের জন্য লাইসেন্স প্রদান করে থাকে।
টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র জন বিগস আরো বলেন, "আমি খুবই আশ্চর্য যে কিভাবে এই ধরণের বর্ণবাদী মন্তব্যের একটি অনুষ্ঠান টিভি চ্যানেলটি দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে সম্প্রচার করল?"
মেয়র হিসাবে আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে, "আমি এই আচরণের তীব্র নিন্দা করি। আমি সকল ধর্মে বিশ্বাসী সম্প্রদায়ের পাশে সব সময় রয়েছি এবং আমাদের সমাজে এইরকম অসম্মান ও ধর্মীয় কুসংস্কারের কোনও স্থান থাকতে পারে না।"
যে কোনও বিশ্বাসে বিশ্বাসী সম্প্রদায়ের উপর আক্রমণ আমাদের সকলের উপর আক্রমণ এবং আমাদের সকলকে অবশ্যই এর নিন্দা করা উচিত। এই জাতীয় আচরণের বিরুদ্ধে দাঁড়ালেই আমরা সম্মানজনক ও শ্রদ্ধাশীল সম্প্রদায় হিসাবে এগিয়ে যেতে পারব।
নাসির আহামেদ