বিশ্ব মা দিবসে দি আইরিশ বাংলা বার্তার সকল সম্মানিত পাঠক ও শুভানুধ্যায়ীদের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা আর ভালোবাসা। ১৯১৪ সালের ৮ মে মার্কিন কংগ্রেসে মা দিবস ঘোষণা দেওয়া হয়। ব্রিটেনে প্রথম শুরু হয়েছিল এই রেওয়াজ।
সেখানে প্রতি বছর মে মাসের চতুর্থ রবিবারকে মাদারিং সানডে হিসেবে পালন করা হতো। তবে সতেরো শতকে মা দিবস উদযাপনের সূত্রপাত ঘটান মার্কিন সমাজকর্মী জুলিয়া ওয়ার্টস। এরপর যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়াতে প্রথম মা দিবস পালন করা হয় ১৮৫৮ সালের ২রা জুন। মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন প্রথম মা দিবসকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করেন। বর্তমানে বাণিজ্যিকরণের যুগে কার্ড বিক্রির দিক দিয়ে মা দিবস বিশ্বের তৃতীয় স্থানে আছে। সবচেয়ে বেশি ফোন করা হয় এই দিনটিতে।
মা শব্দটির সাথে এক গভীরতম আবেগ জড়িত। বিশ্বের বিভিন্ন ভাষায় মাকে নিয়ে অসংখ্যা কাব্যগাথা, কাহিনি রচিত হয়েছে। বিশ্বে চিরকালীন সাহিত্যে ম্যাক্সিম গোর্কির 'মা' এক অসাধারণ সৃষ্টি। পশ্চিমা বিশ্বের ব্যস্ত ও ভঙ্গুর পরিবার ব্যবসায় একটি বিশেষ দিন মায়েদের জন্য হয়তো গুরুত্ব বহন করে। তবে প্রাচ্যে, বিশেষ করে বাঙালির সমাজ ও পরিবারে মায়েদের অবসান এখনও অনেক আবেগ ও ভালোবাসাময়। এ দেশের মানুষ হয়ত এখনও মায়ের জন্য মাত্র একটি দিন নির্বাচনের পক্ষে নয়। কারণ বাঙালির কাছে মা এখনও এক স্বর্গীয় আবেগ ও ভালোবাসার নাম। এক অনাবিল আশ্রয়ের নাম। শুধু কি বাঙালি? একজন মার্কিন কবি যখন লেখেন -
'In darkwomb where I began
My mother’s life make me a man'
তখন বুঝে নিতে হয় সবদেশে, সবকালে মা তো মা-ই।
মনিরুজ্জামান মানিক