আমরা অনেকেই জানি, প্রতি চার বছর অন্তর নভেম্বর মাসের ২য় সপ্তাহের ১ম মঙ্গলবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। সেদিন রাতেই ফলাফল ঘোষনা করতে করতে দুইটা আড়াইটা বেজে যায়।
এতো গভীর রাতেও লাখ লাখ লোকের উপস্থিতিতে নির্বাচিত প্রেসিডেন্ট বিজয় জনসভা করেন। এখন পর্যন্ত আমার তিনটি নির্বাচন দেখার সৌভাগ্য হয়েছে।
আমেরিকায় ইলেক্টোরাল কলেজের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়। ৫০টি স্টেটে মোট ইলেক্টোরাল ভোট ৫৩৮টি। যিনি ২৭০টি ইলেক্টোরাল ভোট পাবেন তিনিই প্রেসিডেন্ট। স্টেট অনুযায়ী ইলেক্টোরাল ভোট। সাধারণত বড় স্টেটে ভোট বেশি। সবচেয়ে বেশি ভোট ক্যালিফোর্নিয়ায়। ৫৫টি। তারপর টেক্সাসে ৩৮টি এবং ফ্লোরিডায় ২৯ টি।
নভেম্বরে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেও তিনি ক্ষমতা নেবেন জানুয়ারীর ২০ তারিখ। আগের প্রেসিডেন্ট দুইমাস দেশ চালাবেন এবং ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে প্রচুর কাজ করবেন। আমেরিকা পরাশক্তি। বিশ্ব শাসন করে। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া বেশ সময় সাপেক্ষ। দুইমাস লাগে সবকিছু নতুন প্রেসিডেন্টকে বুঝিয়ে দিতে। নির্বাচিত প্রেসিডেন্টও তার সরকারের মন্ত্রী থেকে উচ্চ পর্যায়ের ব্যক্তিদের নির্বাচন করেন এবং তা জনগণের সামনে ঘোষণা করেন, কে কোন মন্ত্রণালয় পাবেন। এই দুই মাসকে বলা হয় ট্রানজিশন পিরিইয়ড। এই দুই মাস নতুন নির্বাচিত প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট না বলে 'প্রেসিডেন্ট ইলেক্ট' বলে।
এই দুইমাস বর্তমান প্রেসিডেন্ট কোনো নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না। এই দুই মাস সময়ে নির্বাচিত প্রেসিডেন্ট কয়েকবার হোয়াইট হাউসে গিয়ে অনেক কিছু বুঝে নেন এবং ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। জানুয়ারি মাসের ২০ তারিখ তিনি ক্যাপিটাল হিলে লাখ লাখ মানুষের সামনে পাদ্রীর হাতে রাখা বাইবেল ছুঁয়ে শপথ নেন প্রেসিডেন্ট হিসেবে।
এই সময়ের মধ্যেই সাবেক প্রেসিডেন্ট হোয়াইট হাউস ছেড়ে যান। শপথ গ্রহণের পর নতুন প্রেসিডেন্ট সরাসরি হোয়াইট হাউসে উঠেন সপরিবারে। ছয় মাস পর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। এখন পর্যন্ত ডেমোক্রেট শিবিরে জো বাইডেন ছাড়া অন্য কারো নাম শোনা যায়নি। তিনি ওবামা প্রশাসনে ভাইস প্রেসিডেন্ট ছিলেন। করোনা সবকিছু উলোট পালোট করে দিয়েছে।
প্রেসিডেন্ট ইলেক্ট বারাক ওবামা প্রেসিডেন্ট বুশের সঙ্গে আলোচনা করছেন ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে হোয়াইট হাউসের ওভাল অফিসে। ছবিটি সুন্দর তাই রেখে দিয়েছিলাম। এমন একটি চমৎকার সুন্দর ছবি তোলার জন্য হোয়াইট হাউসের চিফ ফটোগ্রাফার অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য।
করিম চৌধুরী
কেলিফর্নিয়া, যুক্তরাষ্ট্র