গতকাল বৃটেনের অভিবাসন মন্ত্রী ক্রীস ফিলিপস্ ও গ্রীসের অল্টারনেইট মাইগ্রেশন ও এসাইলাম মন্ত্রী জিওরজস কৌমুতসাকের মধ্যে পূর্ব ভূমধ্যসাগরীয় উপকূল দিয়ে ইউরোপে অবৈধ অভিবাসীদের নিয়ন্ত্রণ নিয়ে এক যৌথ কর্ম পরিকল্পনা স্বাক্ষর হয়।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত দেশ সিরিয়া ইয়েমেনসহ বিভিন্ন অনুন্নত দেশের অভিবাসীদের ইউরোপের প্রবেশমুখ হল গ্রীস। গ্রীস থেকে পরবর্তীতে এসব অভিবাসীরা অবৈধভাবে বৃটেনের ভূখণ্ডে প্রবেশের জন্য মরিয়া হয়ে উঠেন। এসব অভিবাসীদের নিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়, তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে দালালচক্র মানব পাচার, মাদক ব্যবসা ও আইনশৃঙ্খলা বিরোধী কাজে জড়িত হচ্ছে।
দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত এই ভবিষ্যৎ কর্মপরিকল্পনা অভিবাসন সংকটের সুষ্ঠ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বৃটেনের বিভিন্ন ইমিগ্রেশন আইনজীবী অভিমত ব্যক্ত করেন।
ওবায়দুর রহমান রুহেল
সংক্ষিপ্ত অনুবাদ করা হয়েছে গভট ডট ইউ কে থেকে