আসন্ন রমজানে ছিন্নমূল পরিবারে জরুরি খাদ্য বিতরণের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্যের মুসলিম একটি সাহায্য সংস্থা। যুক্তরাজ্যের জনবহুল ও নিম্ন আয়ের মানুষ রয়েছে এমন এলাকায় এসব খাদ্য সহায়তা দেওয়া হবে। রমজান জুড়ে এই খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।
এইজ ইউকে ক্যামডেন গ্রেট ক্রফট রিসোর্স সেন্টারের ম্যানেজার আবুল চৌধুরী বলেন, "এখানে বহু পরিবার জনবহুল আবাসিক এলাকায় বড় পরিবার নিয়ে থাকে। তাদের সহযোগিতা প্রয়োজন অথচ মানুষ নিয়মিত খাদ্য সহায়তা পাচ্ছে না। রমজান যত ঘনিয়ে আসছে প্যাকেটজাত খাদ্যের প্রয়োজন তত প্রকট হচ্ছে। ক্রোমার স্ট্রিট মসজিদ বন্ধ থাকায় সংকট বেড়েছে। প্রতি প্যাকেটে খেজুর, মসুর, চাল, ছোলা, ভোজ্য তেল, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, বেসন, মসলা ও ঘি থাকবে বলে তিনি জানান।"
তিনি মুসলিমদের দৃষ্টি আকর্ষণ করে আরো বলেন, "রমজানে আপনার শ্রেষ্ঠ উপহার হবে ঘরে অবস্থান করা।"
এইজ ইউকে ক্যামডেনের সিইও নিক্কি মোরিস বলেন, "এই সংকটময় সময়ে এটা গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের সমাজের মিশ্র সংস্কৃতির প্রতি সম্মান দেখাব এবং পারস্পরিক সহযোগিতায় এগিয়ে আসব। বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের মধ্যে উপযুক্ত খাদ্য সহায়তার মাধ্যমে আমরা তা করতে পারি।"
সূত্রঃ হাম এন্ড হাই