দক্ষিণ কোরিয়ার সাবেক সামরিক শাসক পার্ক চুং-হির কন্যা পার্ক গিউন-হাই তার পিতার ১৮ বছরের শাসনামলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে সোমবার এক সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন।

সাবেক সামরিক শাসকের এই ৬০ বছর বয়সী কন্যা ডিসেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন রক্ষণশীল সায়েনুরি পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নারী হিসেবে তিনিই প্রথম দক্ষিণ কোরিয়ার একটি প্রধান রাজনৈতিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হলেন। পার্ক এমন এক সময় ক্ষমা চাইলেন যখন তার জনপ্রিয়তা কমে যাচ্ছিল। এতোদিন তিনি তার পিতার শাসনামলের জন্য জনসাধারণের কাছে ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন। তিনি বরাবরই তার পিতার ১৯৬১ সালে করা সামরিক অভ্যুত্থানকে 'অপরিহার্য' বলে আখ্যায়িত করে আসছিলেন।

সাংবাদিক সম্মেলনে পার্ক জানান, নির্বাচিত হলে তিনি জাতীয় ঐক্যের স্বার্থে ঐতিহাসিক ইস্যুগুলো নিয়ে কাজ করা জন্য একটি কমিটি গঠন করবেন। আগামী ১৯ ডিসেম্বর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে তার মূল প্রতিদ্বন্দ্বী হলেন বিরোধী ডেমোক্রেটিক ইউনাইটেড পার্টির মুন জায়ে-ইন।

অনলাইন ডেস্ক