ভারতে এই প্রথমবারের মতো খুচরা বিক্রয়কেন্দ্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে বিশ্ববিখ্যাত চেইনশপ ওয়ালমার্ট। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে বিক্রয়কেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট ও প্রধান নিবার্হী কর্মকর্তা (সিইও) স্কট প্রাইস। খবর ইকোনোমিক টাইমসের।
সম্প্রতি ভারত অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে খুচরা খাতে বহুব্রান্ডের কোম্পানিগুলোকে ৫১ শতাংশ সরাসরি বিদেশী বিনিয়োগের (এফডিআই) অনুমোদন দেয়া হবে। আর একক ব্রান্ডের কোম্পানিগুলো শতভাগ এফডিআই সুবিধা পাবে বলে ঘোষণা দেয়। এরই ধারাবাহিকতায় ভারতে বিক্রয়কেন্দ্র স্থাপন করা হবে বলে ওয়াল স্ট্রীট জার্নালকে দেয়া এক স্বাক্ষাত্কারে প্রাইস একথা জানান। তিনি বলেন, ‘আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে ভারতে বিক্রয়কেন্দ্র প্রতিষ্ঠায় ওয়ালমার্ট প্রস্তুত। এখন শুধু ভারত সরকারের অনুমোদনের অপেক্ষায়। তবে দেশটির সরকার যুক্তরাষ্ট্রের এ খুচরা প্রতিষ্ঠানটির বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে বলে জানান তিনি।
এদিকে বিক্রয়কেন্দ্র স্থাপনে দুবছর সময় লেগে যাবে বলে তিনি জানান। কিন্তু বিশ্বের সর্ববৃহত্ খুচরা বিক্রয়কেন্দ্র ওয়ালমার্ট ভারতে বিনিয়োগের স্থান ও কয়টি বিক্রয়কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে এবিষয়ে এখনো কিছু চূড়ান্ত করেনি বর্তমানে ওয়ালমার্ট ১৭টি বিক্রয়কেন্দ্রের মাধ্যমে খুচরা ও পাইকারি ব্যবসায়িদের কাছে পণ্য পৌছে দিচ্ছে। বিনিয়োগ বাড়ালেও ওয়ালমার্ট ভারতি এন্টারপ্রাইজের সঙ্গে চলমান অংশীদারিত্ব বজায়ে রাখবে বলে জানান প্রাইস। এছাড়াও এ সংস্কার প্রক্রিয়া স্থায়ী হবে এবং দীর্ঘমেয়াদে ওয়ালমার্ট ভারতে ব্যবসা পরিচালনা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। তবে অন্য কোনো কোম্পানীর অংশীদারিত্বের বিষয়ে কিছু জানানো হয়নি।
অনলাইন ডেস্ক