হিমালয়ের চূড়ায় হঠাৎ প্রবল হিমবাহের কবলে পড়ে কমপক্ষে ৯ পর্বতারোহী মারা গেছে। আরো ৬ জন নিখোঁজ রয়েছে বলে নেপালের সরকারি সূত্রে জানানো হয়েছে।

হতভাগ্য এই পর্বতারোহীদের মধ্যে ইউরোপীয় নাগরিক এবং অন্যান্য দেশের লোকও রয়েছে। সূত্র জানায়, দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্য সাতটি পাহাড়ের ঢালে আটকে ছিল। উদ্ধারকৃত দুজনের মধ্যে ১ জন জার্মান নাগরিক ও ১ জন নেপালি। পুলিশ জানিয়েছে, গত শনিবার বেইজ ক্যাম্পের সম্মেলনস্থলের কাছে এই হিমবাহ যখন আঘাত করে, মনে হচ্ছিল যেন বরফের বন্যা বয়ে যাচ্ছে। আরোহীরা সাত হাজার মিটার উঁচুতে হিমালয়ের একটা শিখরে তখন ছিলেন এবং বেইজ ক্যাম্পে গিয়ে অচিরেই সকলে মিলিত হবার অপেক্ষায় ছিলেন। পুলিশ কর্মকর্তা বসন্ত বাহাদুর একটি বার্তা সংস্থাকে জানান যে, হিমবাহের কবল থেকে দশ জন পর্বতারোহী আত্মরক্ষা করতে পেরেছেন কিন্তু তাদের অনেকেই আহত হয়েছেন। তিনি বলেন, দুর্ঘটনা কবলিতদের উদ্ধারকারী হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দলটিতে কয়জন পর্বতারোহী ছিলেন সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা এখনও নিশ্চিত হতে পারেননি।

মনিরুজ্জামান মানিক – বার্তা সম্পাদক