আফগানিস্তানের হেলমান্দে একেবারে যুদ্ধক্ষেত্রে সন্তান প্রসব করেছে ব্রিটিশ এক নারীসেনা। আফগানিস্তানে ন্যাটোর সহযোগী হিসেবে অবস্থানরত ব্রিটিশ সেনাবাহিনীর এই নারী সদস্যকে তার কমান্ডার যুদ্ধক্ষেত্রে প্রেরণ করেছে।
এ ঘটনায় উর্ধ্বতন সেনা অফিসাররা বিস্ময় বনে যান। সেনা কর্তৃপক্ষ বিষয়টি এরপর থেকে আরো গভীরভাবে ভাববে। এদিকে ২০০৩ সাল থেকে এ পর্যন্ত শুধুমাত্র ব্রিটিশ সেনাবাহিনীরই ২০০ নারী সেনাকে গর্ভবতী অবস্থায় যুদ্ধক্ষেত্র হতে থেকে দেশে ফিরে আসতে হয়েছে। এ ব্যাপারে এক সেনা কর্মকর্তা বলেন, এটা আসলেই একটা উদ্ভট ঘটনা যে, সে জানতোই না তার অন্তঃসত্ত্বার খবর। তবে সে তার বাচ্চাকে নিয়ে দিব্যি সুস্থ আছে। সম্ভাব্য জন্মের পাঁচ সপ্তাহ আগেই শিশুটি জন্মেছে বলে জানিয়েছে ওই সেনা ক্যাম্পের কমান্ডার। আফগানিস্তানে ব্রিটিশ বাহিনীতে পাঁচশ নারীসেনা রয়েছে।
অনলাইন ডেস্ক