লিবিয়ার বেনগাজী শহরে মার্কিন কনস্যুলেট অফিসে মার্কিন রাষ্ট্রদূত জে ক্রিস্টোফার স্টিভেনস সহ তিন আমেরিকান নিহত হয়েছেন বলে এ খবর নিশ্চিত করেছে, এর মধ্যে সিন স্মিথ, ফরেন সার্ভিসের তথ্য পরিচালনা বিভাগের অফিসার ছিলেন অন্য দুই ভুক্তভোগীদের নামকরণ করা হয়নি।
লিবিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত তখন অফিসে না গাড়িতে ছিলেন, তা নিয়ে ধন্দে রয়েছেন তদন্তকারী অফিসাররা। হামলাকারীরা এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে, তারপর কনস্যুলেট অফিসে আগুন ধরিয়ে দেয়। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন "জে ক্রিস্টোফার মার্কিন যুক্তরাষ্ট্রের সাহসী এবং আদর্শবান প্রতিনিধি ছিলেন, "এই ঘটনার তীব্র নিন্দা করেছেন হিলারি ক্লিনটন"
এ অপরাধমূলক কার্যকলাপের জন্য লিবিয়ার প্রধানমন্ত্রী আবডুর রহিম এল কিব আমেরিকান মানুষ এবং সরকার, এবং বিশ্ববাসীর কাছে ক্ষমা চান।
অনলাইন ডেস্ক