ওমানের খোয়াইমাহ শহরে ট্রাক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন বাংলাদেশিসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।

সোমবার রাজধানী মাস্কট থেকে ৫০০ কিলোমিটার পূর্বে উপকূলীয় শহর খোয়াইমাহতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, বাংলাদেশি ও ভারতীয় ১৮ জন নাগরিককে বহনকারী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের লোহার রেলিংয়ে ধাক্কা খেলে হতাহতের এই ঘটনা ঘটে। হাসপাতালের বরাত দিয়ে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত চার বাংলাদেশির মরদেহ রয়্যাল ওমানি পুলিশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ১২ জনকে প্রাথমিকভাবে ভর্তি করা হয় খোয়াইমাহর জালান বনি বু আলী হাসপাতালে। গুরুতর আহতদের মধ্যে দুই বাংলাদেশি ও এক ভারতীয়কে নিকটবর্তী সার হাসপাতালে পাঠানো হয়েছে। এরআগে গত এপ্রিলে মাস্কটের কাছে আরেক সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হন।

অনলাইন ডেস্ক