উত্তর মেরু বা সুমেরু অঞ্চলের সাগরে বরফ বিজ্ঞানীদের ধারণার চেয়েও দ্রুত গলে যাচ্ছে। দশ বছরের মধ্যে ওই সাগরের বরফ পুরো গলে গেলে বিস্ময়ের কিছু নেই এমন সতর্ক উচ্চারণ করে বিজ্ঞানীরা বলছেন, গত এক বছরে সেখানে ৯শ’ ঘন কিলোমিটার আকারের বরফ গলে গেছে।
ইউরোপিয়ান স্পেস এজেন্সি বলছে এমন মাত্রার বরফ গলা পরিবেশ বিজ্ঞানীদের ধারণার চেয়েও পঞ্চাশ গুণ বেশি। আর এ বিষয়টি দেখিয়ে দিচ্ছে যে বিশ্ব উষ্ণতা আরো বেশি বাড়ছে ও অতিরিক্ত গ্রিন হাউস গ্যাস নির্গত হচ্ছে। এমনকি পুরো সুমেরু অঞ্চলের সাগরে বরফ গলে গেলে সেখানে তেল অনুসন্ধান বা মাছ আহরণে ব্যাপক কর্মযজ্ঞ শুরু হলে অবাক হবার কিছু থাকবে না।
সেন্টার ফর পোলার অবজারভেশনের অধ্যাপক ড. সিমোর ল্যাক্সন জানিয়েছেন, উপগ্রহ ছাড়াও সাবমেরিন পাঠিয়ে তথ্য সংগ্রহ করে দেখা গেছে, বরফের পুরুত্ব ধারণা চেয়ে অনেক বেশি মাত্রায় গলছে। ২০০৪ সাল থেকে উত্তর ও দক্ষিণ মেরুতে বিজ্ঞানীরা এ ধরনের গবেষণা চালিয়ে আসছেন। উপাত্ত বলছে ২০০৪ সালে সেখানে যখন বরফের পরিমাণ ছিল সতের হাজার ঘন কিলোমিটার তা এখন দাঁড়িয়েছে চৌদ্দ হাজার ঘন কিলোমিটারে।
অনলাইন ডেস্ক