যুক্তরাষ্ট্রের সাবেক নভোচারী, চাঁদের মাটিতে প্রথম অবতরণকারী নিল আর্মস্ট্রং মঙ্গলবার হৃদপিন্ডে অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন। রোববারই ৮২ বছরে পা রাখা আর্মস্ট্রং-এর করোনারি আর্টেরিসে চারটি ব্লক পাওয়া যায় বলে বিবিসির খবরে বলা হয়েছে।
সোমবার অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়ার পর তার বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেয়া হয়। ১৯৬৯ সালের ২০ জুলাই অ্যাপোলো-১১ মিসনের কমান্ডার হিসেবে প্রথম মানুষ হিসেবে চাঁদে অবতরণ করেন আর্মস্ট্রং।
নাসার প্রশাসক চার্লস বলডেন এক বিবৃতি ‘আমেরিকার প্রকৃত' এই নায়কের দ্রুত আরোগ্য কামনা করেছেন। বিবৃতিতে তিনি বলেন, ‘‘পথপ্রদর্শকরূপে নিলের যে গতি ছিল এই চ্যালেঞ্জিং সময়েও তাই তাকে নিশ্চিতভাবে সুস্থ করে তুলবে।’’
অ্যাপোলো-১১ মিসনে নিলের সহকর্মী বাজ অলড্রিন তার টুইটারবার্তায় লিখেছেন, ‘‘তার দ্রুত আরোগ্যের জন্য সর্বোচ্চ শুভকামনা জানাচ্ছি। আমরা ২০১৯ সালে অ্যাপোলোর চন্দ্রবিজয়ের ৫০তম বার্ষিকী উদযাপনে সম্মত হয়েছি।’’ চাঁদে অভিযানের পর থেকেই নিল আর্মস্ট্রং গণমাধ্যম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন। কিন্তু ২০১১ সালের সেপ্টেম্বরে নাসার ভবিষ্যৎ নিয়ে মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখেন।গত নবেম্বরে আরো তিন নভোচারীর সঙ্গে নি ল আর্মস্ট্রং যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক কংগ্রেসনাল গোল্ড মেডেল অর্জন করেছেন।
অনলাইন ডেস্ক