ইতালির পিপল অব ফ্রিডম (পিডিএল) পার্টির প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি ইউরো অঞ্চল থেকে দেশটির বের হয়ে যাওয়ার বিরোধিতা করেছেন, এটি দেশটির জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। খবর রয়টার্সের।

বছরের শুরুতেই দেশটির অনেক পর্যবেক্ষক ইউরো অঞ্চল থেকে ইতালির বেরিয়ে যাওয়ার বিষয়ে যখন মন্তব্য করছিলেন, তখন তাদের এ মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিলেন বার্লুসকোনি। এ ছাড়া ৭৫ বছর বয়সী এ বিলিয়নেয়ার ও রাজনীতিক ফ্রান্সের একটি পত্রিকা ‘লিবারেশনে’ তার মতামতের ভুল ব্যাখ্যা দিয়েছে বলেও তিনি জানান ওই সময়।

বার্লুসকোনি বলেন, ‘আমি সর্বদাই বলি যে, এক বা একাধিক সদস্য যদি ইউরো অঞ্চল থেকে বেরিয়ে যায়, তাহলে অবশ্যই একাত্মতা নষ্ট হবে। ফলে ইউরোপের ঐতিহাসিক এ প্রকল্পের একাত্মতা হারাবে এবং এটি কারোর জন্যই কাম্য নয়। পিডিএলসহ সবাই মনে করে, ইউরো অঞ্চল থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত ভয়াবহ হবে।’

নভেম্বরে মারিও মন্টির কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করেন বার্লুসকোনি। আগামী এপ্রিলে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তিনি পিডিএলের প্রার্থী হবেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘আমার জনপ্রিয়তার জন্য সবাই চাইছে যে, আমি সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করি। নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও দেশের জন্য কাজ করতে আমি সর্বদাই প্রস্তুত।’

অনলাইন ডেস্ক