নেপালের মাওবাদী সরকার বিদেশী নামধারী মাধ্যমিক স্কুল নিষিদ্ধ ঘোষণা করেছে। শিক্ষা ব্যবস্থা থেকে নেপালি জাতিসত্ত্ব হারিয়ে যাওয়ার আশঙ্কা করে সরকার ‘দিল্লি পাবলিক স্কুল’, ‘অক্সফোর্ড’ এবং ‘হোয়াইট হাইস’ এর মতো বিদেশী নামের স্কুলের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা জারি করেছে।
বিদেশী নাম রয়েছেন এমন সব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষমতাসীন ইউসিপিএন-মাওবাদির তরুণ এবং ছাত্র সংগঠনের দেশব্যাপী কয়েক দফা প্রতিবাদ বিক্ষোভের প্রেক্ষিতে সরকার এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সরকারের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা জানিয়েছেন শিক্ষামন্ত্রণালয় ইতিমধ্যেই স্কুলগুলোর নাম পরিবর্তনের জন্য লিখিতভাবে জানিয়েছে। শিক্ষামন্ত্রণালয়ের মুখপাত্র জনার্ধন নেপাল বলেছেন এ বিষয়টি রেগুলেশনে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। কিন্তু তবুও বেশ কিছু স্কুল এ নিয়ম লঙ্ঘন করেছে।
তবে সরকার স্কুলগুলোকে নাম পরিবর্তনের জন্য পর্যাপ্ত সময় দেবে বলে তিনি উল্লেখ করেন। কাঠমণ্ডুর ২০০টি বেশি শিক্ষা প্রতিষ্ঠান বিদেশী স্কুল কলেজের নাম অনুসরণ করে করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে নাসা ইন্সটিটিউট, আইনস্টাইন একাডেমি, দিল্লি পাবলিক স্কুল উল্লেখযোগ্য।
অনলাইন ডেস্ক