নানা সমস্যায় জর্জরিত গ্রীস। বিশেষত অর্থনীতিক সমস্যা একেবারে প্রকট আকার ধারণ করেছে। গ্রীক সরকার বিভিন্ন উপায় খুঁজছে এই সমস্যা পরিত্রাণের। আর কোন উপায় খুঁজে না পেয়ে শেষ কোপ চালাতে হল, এ দেশে অবৈধ ভাবে অবস্থানরত বিদেশীদের উপর। গ্রিসের পুলিশ অবৈধ অভিবাসী বিরোধী অভিযান শুরু করেছে এবং রাজধানী এথেন্স থেকে প্রায় ৫ হাজার ব্যক্তিকে আটক করেছে।
শনিবারের পর থেকে ১১৩০ জনেরও বেশি ব্যক্তিকে আটক করা হয়। অবৈধ বিদেশিদের বিরুদ্ধে এ অভিযান চলবে বলে মনে করা হচ্ছে।
সিরিয়া থেকে নতুন করে শরণার্থী আসার আশঙ্কার মধ্যে এ অভিযান শুরু করা হলো। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে গমনকারী অবৈধ অভিবাসীদের ৮০ শতাংশেরও বেশি গ্রিসকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে। অবশ্য গ্রিস সম্প্রতি মারাত্মক অর্থনৈতিক মন্দায় পড়েছে। এ কারণে দেশটির কোনো কোনো রাজনীতিবিদ অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার জন্য গ্রিসের সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন।
গ্রিসের পুলিশের এক মুখপাত্র বলেছেন, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া যেসব অবৈধ অভিবাসীকে পাওয়া যাবে তাদেরকে স্ব স্ব দেশে ফেরত পাঠানো হবে। শনিবার যেসব অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে প্রায় ২০০ জন পাকিস্তানী রয়েছে এবং তাদেরকে স্বদেশে ফেরত পাঠানো হবে। গ্রিসের উগ্র ডানপন্থি গোল্ডেন ডন পার্টি সংসদে ঢোকার মতো পর্যাপ্ত ভোট পাওয়ায় সাম্প্রতিক মাসগুলোতে গ্রিসে অবৈধ অভিবাসীদের কথা জোরশোরে শোনা যাচ্ছে।
অনলাইন ডেস্ক