ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (আইএমএফ) আজ বিশ্বব্যাপী তার অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস হ্রাস করেছে এবং সতর্ক করে দিয়েছে যে ইউরোপ যদি তার অর্থনৈতিক সংস্কার যথেষ্ট শক্তি এবং গতির সাথে করতে না পারে তবে সংকট আরো প্রকট হতে পারে৷অন্তর্বর্তীকালীন বিশ্ব অর্থনীতির অবস্থা পর্যালোচনা কালে, আইএমএফ বলে অনেকগুলো উঠতি বাজার রাষ্ট্রের সম্ভাবনা ইউরোপ দ্বারা ব্যহত হচ্ছে৷
আইএমএফ ২০১৩ সালের বিশ্বব্যাপী প্রবৃদ্ধির হার শতকরা ৪.১ ভাগ থেকে কমিয়ে ৩.৯ ভাগে নির্ধারণ করেছে৷ এই দুর্বল গ্লোবাল অর্থনৈতিক আউটলুক বিশ্বের অর্থনীতির উপর সুদূরপ্রসারী ক্ষতিকর প্রভাব ফেলবে বলে আইএমএফ মনে করে৷ আইএমএফ-এর মতে স্পেন এর অর্থনীতি এবছর এবং আগামী বছর উভয় বছরেই সঙ্কুচিত হবে৷ আইএমএফ ২০১৩ সালে যুক্তরাজ্য-এর প্রবৃদ্ধি ২.০ শতাংশ থেকে কমিয়ে ১.৪ শতাংশে নামিয়ে এনেছে৷ প্রবৃদ্ধি বাড়ানোর জন্য চীন, ইউরো অঞ্চল এবং ব্রিটেনের সেন্ট্রাল ব্যাঙ্ক ইতিমধ্যেই তাদের আর্থিক-নীতি পরিবর্তন করেছে৷ আইএমএফ চীনের আগামী বছরের প্রবৃদ্ধি ৮.৮ শতাংশ থেকে কমিয়ে ৮.২ শতাংশে এবং ভারতের প্রবৃদ্ধি ৭.৩ শতাংশ থেকে কমিয়ে ৬.৫ শতাংশে নির্ধারণ করেছে৷ আইএমএফ মনে করে মিডিল ইস্ট-এর তেল উত্পাদনকারী দেশগুলো তুলনামূলকভাবে প্রবৃদ্ধির মাপকাঠিতে শক্ত অবস্থানে থাকবে৷
অনলাইন ডেস্ক