করোনাভাইরাসের কারনে ইউএস ওপেনের আশাও ছেড়ে দিয়েছেন স্পেনের টেনিস তারকা রাফায়েল নাদাল। বৃহস্পতিবার অনলাইনে স্পেনের একটি সংবাদ মাধ্যমকে নাদাল বলেন, ‘যদি আমাকে প্রশ্ন করা হয়, ইউএস ওপেন হবার সম্ভাবনা কতটুকু? তা’হলে আমি বলব, কোন সম্ভাবনাই দেখছি না।’

বাংলাদেশে করোনাভাইরাস শুরু হওয়ার পর থেকেই ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা যেন এক ‘অন্য মানুষ’ হিসেবে আবির্ভুত হয়েছেন। একজন নির্বাচিত সংসদ সদস্য হিসেবে নিজ এলাকাবাসীর পাশে দাঁড়ানোর পাশাপাশি দেশ জুড়েই সাহায্যের হাত বাড়িয়েছেন তিনি।

আবারও সন্তানের বাবা হলেন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। শুক্রবার বিকেলে রাজধানী স্কয়ার হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী আনিকা তাসলিমা। আশরাফুল বলেন, ‘ছেলে সন্তানের বাবা হয়েছি। ছেলে ও মা দুজনই সুস্থ রয়েছে।

আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপের সূচি নির্ধারিত রয়েছে। কিন্তু করোনাভাইরাসের কারনে সেটি বাতিল হবার উপক্রম। তবে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এখনও কোন সিদ্বান্ত দেয়নি।