গত  ১৫ ই অগাস্ট বুধবার ২০১২ জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে কমআরজব্যাংক এরিনা স্টেডিয়ামে আর্জেন্টিনা এক  প্রীতি ফুটবল ম্যাচে  ৩-১ গোলে জার্মানিকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে ৩১ মিনিটে আর্জেন্টিনার হোসে সোসাকে বক্সের মধ্যে ফেলে দেয়ার অপরাধে জার্মানির গোলরক্ষক রন-রবার্ট জিয়েলারকে লাল কার্ড দেখানোর পাশাপাশি পেনাল্টি দেন রেফারি।

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি বিগ ব্যাশ লিগে খেলতে পারেন ক্রিকেটপ্রেমী স্প্রিন্টার উসাইন বোল্ট। তাকে পেতে আলোচনাও চলছে। মূলত মেলবোর্নে জ্যামাইকান এই অ্যাথলেটকে আনতে জোর চেষ্টা করছেন অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার শেন ওয়ার্ন। 

কেউ বা নিজেকে নিয়ে গেছেন আরও উচ্চতায়, কেউ বা মিলিয়ে গেলেন ইতিহাসের অন্ধকারে। কারও স্বপ্নপূরণের আনন্দ আর কারও স্বপ্নভঙ্গের বেদনা— এমন হাজারো অনুভূতি নিয়ে শেষ হয়ে গেল আরেকটি অলিম্পিক। বিদায় লন্ডন অলিম্পিক, দেখা হবে রিওতে।বিদায় বেলায় চোখের পাতায় ভেসে উঠছে লন্ডনের সদ্য অতীত হওয়া স্মৃতিগুলো। ৩০তম অলিম্পিকের আনন্দ-বেদনার উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা সংক্ষেপে তুলে ধরা হলো:

আয়ারল্যান্ডের ফুটবল গোল রক্ষক শে গেবিন আগামীকাল আয়ারল্যান্ডের সঙ্গে সার্বিয়া প্রজাতন্ত্রের খেলার পরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করবেন এসটন ভিলার এই গোল রক্ষক আয়ারল্যান্ডের হয়ে আগামীকাল ১২৪ তম আন্তর্জাতিক ম্যাচ খেলেবেন।