জেনে নিন- কিভাবে ফিফা বিশ্বর‌্যাংকিং করা হয় এবং কিভাবেই বা পয়েন্ট হিসেব করা হয়।

- শেষ চার বছরের পয়েন্ট একত্রে যোগ হবে।
- গড় পয়েন্ট যোগের সময় লাষ্ট ১২ মাসের হিসেব হবে।
- একটি খেলা থেকে কিভাবে পয়েন্ট গণনা করা হয়

একটি খেলার পয়েন্ট গণনা হয় চারটি বিষয়ের উপর নির্ভর করে।

P = M x I x T x C

√ ম্যাচটা কি জিতেছিল, নাকি ড্র হয়েছিল? (M)
√ ম্যাচটা কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। (কোন ট্যুরনামেন্ট, ফ্রেন্ডলি, বিশ্বকাপ) (I)
√ বিপক্ষের দল কতটা শক্তিশালী ছিল? (র‌্যাংকিং ভিক্তিতে) (T)
√ কনফিডারেশন/জোন কি ছিল? (C)

(M) ম্যাচের পয়েন্ট: 
√ জয়= ৩।
√ ড্র= ১।
√ হার= ০।

(I): Importance of match
√ ফ্রেন্ডশিপ ম্যাচ= (I) = 1.0
√ বিশ্বকাপ বাছাই = (I) = 2.5
√ কনফেডারেশন কাপ = (I) = 3.0
√ বিশ্বকাপের খেলা = (I) = 4.0

(T): প্রতিপক্ষ টিম/দলের শক্তি:
এ ক্ষেত্রে ফরমুলা ২০০ (২০০ দলের র‌্যাংকিং হিসেবে) বেজ করে হিসেব করা হয়।
উপরের সারির দলগুলোকে ২০০ বেজ এবং ১৫০ থেকে এর নিচের দল গুলোকে ৫০ বেজ করে হিসেব করা হয়।

(C): Strength of confederation
দুটি দল কোন দুই জোনের ছিল। জোনের শক্তির উপর হিসেব করে এই পয়েন্ট হিসেব করা হয়। জোনের শক্তি নির্ধারন করা করা হয় সর্বশেষ তিন বিশ্বকাপে মোট ম্যাচ জয়ের হিসেবে। সেক্ষেত্রে জোন গুলোর ভ্যালু দাড়ায়:

√ UEFA/CONMEBOL 1.00 
√ CONCACAF 0.88
√ AFC/CAF 0.86
√ OFC 0.85

এবার আপনি নিজে নিজেই ফুটবলের পয়েন্ট গণনা করতে পারবেন।

অনলাইন ডেস্ক