ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ নিশ্চিত করে আয়ারল্যান্ড ক্রিকেট আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে ফিরেছে। আয়ারল্যান্ড ক্রিকেট সোমবার এক বিবৃতিতে জানায়, তিনটি ওয়ানডে খেলতে আয়ারল্যান্ড দল ইংল্যান্ডে পৌঁছাবে আগামী ১৮ জুলাই।
আইরিশরা ক্যাম্প করবে সাউথ্যাম্পটনে। সেখানেই ৩০ জুলাই হবে প্রথম ওয়ানডে। একই মাঠে পরের দুই ম্যাচ যথাক্রমে ১ ও ৪ অগাস্ট।