নিজস্ব কীর্তির কারণেই চতুর্দিকে অব্যাহত রয়েছে বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসান বন্দনা। দেশসেরা এই অল রাউন্ডার সম্প্রতি নির্বাচিত হয়েছেন ২১ শতকের ওয়ানডেতে দ্বিতীয় সেরা ক্রিকেটারের খেতাব। একই সাথে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের লংগার ভার্সনে সাকিব স্থান ষষ্ঠ স্থানে।

ক্রিকেটের পরিসংখ্যান সংস্থা ক্রিকভিজ ও উইজডেন মাসিকে তিনি ‘মোস্ট ভেল্যুয়েবল প্লেয়ার’ বা এমভিপি মনোনিত হয়েছেন। ক্রিকভিজের মার্কেট লিডিং বিশ্লেষনের ভিত্তিতে বিশ্বের সব আন্তর্জাতিক ক্রিকেটারের ‘ ম্যাচ প্রভাবের ভিত্তিতে’ এমভিপি পুরস্কারে ভুষিত করা হয়। ইংল্যান্ডের সাবেক অল রাউন্ডার এন্ড্রু ফ্লিন্টফ ওয়ানডে ক্রিকেটের এমভিপি নির্বাচিত হয়েছেন। টেস্টে এই খেতাবে ভুষিত হয়েছেন মুত্তিয়া মুরলিধারন। বর্তমানে আইসিসির নিষেধাজ্ঞায় থাকা সাকিব অবশ্য টি-২০ ক্রিকেটের শীর্ষ বিশে ঠাই পাননি। তবে তিনি যা অর্জন করেছেন তাও কম নয়। তার এই অর্জন ক্রিকেটীয় পরিবারের বাইরেও ব্যাপক প্রশংসিত হয়েছে।