ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার ‘টিনো বেস্ট' টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১১তম ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন। তিনি এজবাস্টনে স্বাগতিক ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনে আজ (রোববার) ৯৫ রানের ইনিংস খেলেন।
তিনি দশম উইকেট জুটিতে উইকেট রক্ষক দিনেশ রামদিনের সঙ্গে ১৪৩ রানের পার্টনারশিপ গড়ে দলকে ৪২৬ রানের সম্মানজনক স্কোর দাঁড় করাতে সহায়তা করেন। বার্বাডোজের অধিবাসী টিনো বেস্ট ১০৬ বছর পর টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে ১১ নম্বরে ব্যাট করতে এসে হাফ-সেঞ্চুরি করেন। এর আগে ১৯০৬ সালে দক্ষিণ আফ্রিকার বার্ট ভোগলার দলের শেষ ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্ধ-শতক হাঁকিয়েছিলেন। তারও আগে টেস্ট ক্রিকেটের ইতিহাসে আর মাত্র একজন ব্যাটসম্যান ইংল্যান্ডের বিরুদ্ধে ১১ নম্বরে ব্যাট করে ৫০-এর বেশি রান করেছিলেন। তিনি ছিলেন অস্ট্রেলিয়ার ফ্রেড স্পোফোর্থ। তিনি অর্ধশতক হাঁকিয়েছিলেন ১৮৮৫ সালে।
মনিরুজ্জামান মানিক – বার্তা সম্পাদক