আইরিশরা এমনিতে বিশ্বকাপে না যেতে পারার মানসিক বেদনা এখনো মুছতে পারেনি। জাতি হিসেবে আইরিশরা খুবই পন্ডিত এরা পানশালায় (পাবে) জমায়ত হয় দুই কারণে, তাদের পচ্ছন্দের কোন ক্লাব অথবা জাতীয় টীম হারুক বা জিতুক এটা নিয়ে চুল ছাড়া বিশ্লেশন করতে পানশালায় (পাবে) যাওয়াই এদের মূল উদ্দেশ্যে।
এমনই একটা সুযোগ আসছে আজকে ক্রোশিয়ার সাথে ইউরো লীগ ২০১২ এর প্রথম ম্যাচ, দেখার পালা কে হারে কে জিতে। এবং এটা নিয়ে গল্পের অভাব হবে না পানশালায় কেন হারল বা জিতল এবং কিভাবে হারল বা জিতল। বিস্তারিত ম্যাচের খেলার পরে আপডেট করা হবে।
শিহাব উদ্দিন – বার্তা সম্পাদক