আবারও সন্তানের বাবা হলেন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। শুক্রবার বিকেলে রাজধানী স্কয়ার হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী আনিকা তাসলিমা। আশরাফুল বলেন, ‘ছেলে সন্তানের বাবা হয়েছি। ছেলে ও মা দুজনই সুস্থ রয়েছে।

এর আগে ২০১৬ সালে কন্যা সন্তানের বাবা হন তিনি। এর আগে, চলতি মাসে বাবা হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ ও মোহাম্মদ মিঠুন।

২০১৫ সালের ১১ ডিসেম্বর আনিকা তাসলিমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মোহাম্মদ আশরাফুল। তাদের ঘর আলোকিত করতে পরের বছরের সেপ্টেম্বরে জন্ম নেয় মেয়ে আরিবা তাসনিম আশরাফুল।

অনলাইন ডেস্ক