আসছে আইপিএল ক্রিকেটে খেলছেন মাহমুদুল্লাহ? এমনটাই দাবি তামিমের। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এই টুর্নামেন্ট খেলার জন্য মুখিয়ে থাকেন ক্রিকেটাররা। সেই আইপিএলে বাংলাদেশি খেলোয়াড়েরা খুব বেশি সুযোগ পান না।
তবুও মাহমুদউল্লাহ রিয়াদের দল না পাওয়াটা দুর্ভাগ্যের বিষয় বলছেন তামিম ইকবাল। ২০০৮ সালে শুরুর পর এখন পর্যন্ত ১২টি আসর শেষ করেছে আইপিএল। করোনার প্রাদুর্ভাবে থমকে গেছে টুর্নামেন্টটির ১৩তম মৌসুম। তবে এবারের টুর্নামেন্টে কোনো বাংলাদেশি ক্রিকেটারের উপস্থিতি থাকছে না। এযাবতকালে আইপিএলে শুধুমাত্র সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান একধিকবার খেলার সুযোগ পেলেও এক আসর পর আর দল পাননি মাশরাফি বিন মুর্তজা, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুলরা। পুনে ওয়ারিয়র্সের হয়ে আইপিএলে খেলার সুযোগ আসলেও কোনো ম্যাচেই একাদশে জায়গা পাননি তামিম। তবে নিজে না পেলেও টি-টোয়েন্টি ফরম্যাটে বর্তমান ফর্ম বিবেচনায় পরের আইপিএলে দল পাবেন রিয়াদ, আশাবাদী তামিম। রিয়াদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি ভিডিও আড্ডায় তামিম বলেন, "সত্যি বলতে আপনি আইপিএলে খেলাটা প্রত্যাশা করেন। আমি আপনাকে আগেও বলেছি রিয়াদ ভাই। এটা আমি অনুভব করি। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে শেষ কয়েক বছর আপনি যেভাবে ব্যাটিং করছেন সেটা দারুণ। আমার কাছে মনে হয়, সেখানে খেলতে না পারাটা আপনার জন্য দুর্ভাগ্যের বিষয়।" তামিমের পর এ প্রসঙ্গে রিয়াদ বলেন, "আইপিএলে খেলা সবারই লক্ষ্য থাকে। সবাই সেখানে খেলতে চায়, কেননা টুর্নামেন্টটাই ওরকম। এতো চাকচিক্য, এতো ভালো একটা আসর। আমার মনে হয় এটা বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি আসর।" যদি খেলতে পারতাম অবশ্যই ভালো লাগতো। কারণ সবাই চায় ভালো জায়গায় পারফর্ম করতে। ওরকম সুযোগ আসলে ভালো লাগবে। ওটা নিয়ে মন খারাপ করে তো লাভ নেই। চেষ্টা করতে থাকি, সাথে যোগ করেন তিনি।
অনলাইন ডেস্ক