বাংলাদেশ দলের কোন খেলোয়াড় সবচেয়ে বেশি সময় নেটে কাটান, সবচেয়ে বেশি পরিশ্রম করেন, নিঃসন্দেহে এ তালিকায় সবার ওপরেই থাকবেন মুশফিকুর রহিম। তিনি ঐচ্ছিক অনুশীলনও বাদ দেন না, ঘন্টার পর ঘণ্টা নেটে ব্যাটিং করেন, সেই মুশফিক করোনার কারণে প্রায় দুই মাস ব্যাটিং করতে পারছেন না!
গত পরশু তামিম ইকবালের সঙ্গে ইনস্টাগ্রাম-লাইভে এসে এ নিয়ে আফসোসই করে গেছেন মুশফিক, 'সত্যি কথা বলতে, এখন বিরক্ত লাগছে কিছুটা। খারাপ লাগছে।
কারণ ব্যাট মিস করছি অনেক। বাসায় ব্যাট আছে, প্রতিদিন ব্যাট ধরি। এসএসের আমার নতুন ব্যাটগুলো, খুব কাঁদছে! কবে যে ব্যাটিং করব?'
কাল মাহমুদউল্লাহর সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে তামিম এ প্রসঙ্গটাই তুললেন।
দুজনই উদ্বেগ প্রকাশ করলেন মুশফিককে নিয়ে।
তামিম-মাহমুদউল্লাহর কথোপকথনে বাকিটা শুনে নেওয়া যাক—
তামিমঃ এভাবে আর কতদিন চলবে রিয়াদ ভাই?
মাহমুদউল্লাহঃ আল্লাহই জানে, পাগল হয়ে যাচ্ছি, সত্যি কথা!
তামিমঃ যেকোনো কারণে আমার সময়টা ভালো যাচ্ছে। বাচ্চাকাচ্চা আছে, সময়টা কেটে যাচ্ছে। আমি চিন্তুা করছি মুশফিকের কথা। ও তো আর কয়েকদিন ব্যাটিং করতে না পারলে মরে যাবে!
মাহমুদউল্লাহঃ সত্যি, সে তো ব্যাটিং ছাড়া থাকতে পারবে না।
শুধু মুশফিক কেন, করোনা মহামারির এ সময়ে সবার জীবনই আসলে কঠিন আর একঘেঁয়ে উঠছে। কবে এই অন্ধকার সময় কাটবে, সে অপেক্ষা সবার।
অনলাইন ডেস্ক