টি-টোয়েন্টি বিশ্বকাপের জমজমাট সুপার এইট পর্ব শুরু হচ্ছে আজ। সুপার এইটের প্রথম দিনেই মাঠে নামছে স্বাগতিক শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ও ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম ম্যাচটি আয়ারল্যান্ড সময় সন্ধা ৭ টায় আর দ্বিতীয় ম্যাচটি ১১ টায় শুরু হবে। দুটি ম্যাচই হবে পাল্লেকেলে স্টেডিয়ামে। টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন অঘটন ছাড়াই শেষ হয়েছে প্রথম পর্ব। প্রত্যাশিত ৮টি দলই জায়গা পেয়েছে সুপার এইটে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে শেষ দল হিসেবে সুপার এইটে উঠেছে পাকিস্তান দুটি জয় নিয়েই। ফলে সেরা আট দল সুপার এইটে উঠায় এই পর্বটা বেশ জমজমাট হবে তা বলাই যায়। আবার সুপার এইট পর্বেই দেখা যাবে পাকিস্তান-ভারতের মধ্যকার লড়াই।
আগামী ৩০ সেপ্টেম্বর ক্রিকেটের এই চরম প্রতিদ্বনিদ্বতাপূর্ণ ম্যাচটির কারণে সুপার এইট পর্ব বিশেষ গুরুত্ব পেয়েছে। কেননা ফাইনালের আগেই হয়ে যাচ্ছে আরো একটি ফাইনাল। এই ম্যাচটি ছাড়াও অস্ট্রেলিয়া-ভারত, পাকিস্তান-অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড-শ্রীলঙ্কার মধ্যকার প্রতিটি ম্যাচই হবে আগুন ম্যাচ। আসলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের প্রতি ম্যাচেই থাকবে টান টান উত্তেজনা। প্রতিদিনই হবে দুটি করে ম্যাচ। ২ অক্টোবর সুপার এইট পর্ব শেষে ৪ ও ৫ অক্টোবর হবে প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল। আর ৭ অক্টোবর হবে ফাইনাল ম্যাচটি। সেমিফাইনাল আর ফাইনাল ম্যাচ হবে কলম্বো স্টেডিয়ামে। এই তিনটি ম্যাচই শুরু হবে সন্ধা সাড়ে এগারটায়। গ্রুপ পর্বে নিজেদের সেরা প্রমাণ করে ৮টিই দল সুপার এইটে উঠেছে। প্রতিটি দলের সামনেই রয়েছে শিরোপার হাতছানি। তবে এর জন্য এখনো অনেক পথ বাকী। সুপার এইটে উঠা ৮টি দলকে র্য্যাংকিং অনুযায়ী আগেই ২টি গ্রুপে ভাগ করা হয়েছে। র্যাংকিংয়ের বাইরে কোন দল সুপার এইটে জায়গা পায়নি। ‘এ' গ্রুপে আছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। ‘বি' গ্রুপে আছে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। তবে তুলনামূলকভাবে 'বি' গ্রুপটাই মরণ ফাঁদ। কারণ এই গ্রুপের চারটি দলই গ্রুপ পর্বে সর্বোচ্চ চার পয়েন্ট করে পেয়ে সুপার এইটে উঠেছে। আর ‘এ' গ্রুপ থেকে কোন দলই ৪ পয়েন্ট নিয়ে সুপার এইটে উঠতে পারেনি। ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা মাত্র ২ পয়েন্ট করে পেলেও ওয়েস্ট ইন্ডিজ কোন ম্যাচে জয় না পেয়েও ১ পয়েন্ট নিয়ে আয়ারল্যান্ডকে রান রেটে পেছনে ফেলে সুপার এইটে জায়গা পেয়েছে। ‘বি' গ্রুপের চারটি দল ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা আর পাকিস্তান দুটি করে জয় নিয়েই সুপার এইটে উঠেছে। এই গ্রুপে আছে পাকিস্তান আর ভারতের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সাবেক দুই চ্যাম্পিয়ন। এছাড়া এই গ্রুপে অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকা থাকায় এই গ্রুপের প্রতিটি ম্যাচই বিশেষ গুরুত্ব পাচ্ছে। কারণ প্রতি গ্রুপ থেকে যেকোন দুটি দল উঠবে সেমিতে। সুপার এইটে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।
অনলাইন ডেস্ক