টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ্য দল হিসেবেই সুপার এইটে উঠেছে ফেভারিট দলগুলো। এর আগে ৭টি দল সুপার এইট নিশ্চিত করেছে এবং বাংলাদেশকে হারানোর মাধ্যমে পাকিস্তান অষ্টম দল হিসেবে সুপার এইটে উঠল।
যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারের ফিকচারটা করা হয়েছে একটু ভিন্নভাবে। প্রতিটি গ্রুপে ছিল একটি করে বাম শক্তির দল। গ্রুপের দিকে তাকালেই অগ্রিম বলে দেয়া যেত কোন দুটি দল সুপার এইটে উঠবে আর কোন দলটি বাদ পড়বে। ব্যতিক্রম ছিল মাত্র একটি গ্রুপ। তাই এই গ্রুপকে বলা হয়েছে গ্রুপ অব ডেথ। এই গ্রুপে ছিল পাকিস্তান, নিউজিল্যান্ড আর বাংলাদেশ। এই গ্রুপ বাদে বাকি তিনটি গ্রুপে ফেভারিট দলগুলোই সুপার এইটে উঠেছে কোন রকম ঝামেলা ছাড়াই। এ গ্রুপ থেকে ইংল্যান্ড আর ভারত সুপার এইটে উঠেছে। আর বাদ পড়েছে দুর্বল আফগানিস্তান। ভারত দুটি জয় আর ইংল্যান্ড একটি জয় নিয়ে সুপার এইটে উঠেছে। দুটি ম্যাচে হেরেই বাদ পড়েছে আফগানিস্তান। আফগানিস্তানের বাদ পড়াটাই প্রত্যাশিত ছিল। সি গ্রুপেও একই অবস্থা। দক্ষিণ আফ্রিকা আর শ্রীলংকা সুপার এইটে উঠেছে ফেভারিট হিসেবেই। আর প্রত্যাশিতভাবেই বাদ পড়েছে জিম্বাবুয়ে। এই গ্রুপ থেকে দুটি জয় নিয়ে দক্ষিণ আফ্রিকা আর একটি জয় নিয়ে শ্রীলংকা উঠেছে সুপার এইটে। বি গ্রুপে অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজ সুপার এইটে উঠবে এটাই ছিল প্রত্যাশিত। হয়েছেও তাই। বাদ পড়েছে আয়ারল্যান্ড। অস্ট্রেলিয়া দুটি জয় নিয়ে সুপার এইটে উঠলেও ওয়েস্ট ইন্ডিজ উঠেছে ড্র করে এক পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে। কারণ ওয়েস্ট ইন্ডিস আর আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হলে উভয় দল পায় এক পয়েন্ট করে। তবে রান রেটে পিছনে পড়ে বাদ পড়ে আয়ারল্যান্ড। অবশ্য ম্যাচ পরিত্যক্ত নাহলেও জয়ের পাল্লা ছিল ওয়েস্ট ইন্ডিজের দিকেই। কারণ আগে ব্যাট করা আয়ারল্যান্ড বড় কোন টার্গেট দিতে পারেনি। গ্রুপ অব ডেথ বলে পরিচিত ডি গ্রুপ নিয়ে ঝামেলা হতে পারে তা আগে থেকেই প্রত্যাশিত ছিল। হয়েছেও তাই। প্রথম ম্যাচে বাংলাদেশকে ৫৯ রানে হারিয়ে সুপার এইটের পথে এগিয়ে যায় নিউজিল্যান্ড। পরের ম্যাচে পাকিস্তানের কাছে ১৩ রানে হেরে গেলেও রান রেটে পাকিস্তান থেকে এগিয়ে থাকায় সুপার এইট নিশ্চিত হয় নিউজিল্যান্ডের। রান রেটে নিউজিল্যান্ড থেকে পাকিস্তান পিছিয়ে থাকায় বাংলাদেশ পাকিস্তানের ম্যাচটি হয়ে উঠে গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচে বাংলাদেশ ৩৭ রানে অথবা ১৭ ওভারে পাকিস্তানকে হারাতে পারলে সুপার এইটের সুযোগ থাকে বাংলাদেশের সামনেও। ডেথ গ্রুপ বলেই এই কঠিন সমীকরণের মাঝে পড়ে বাংলাদেশ। অবশ্য এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচটি শুরু হয়নি। অবশ্য এই দুটি দলের মধ্যে যে দলটিই উঠুক না কেন সুপার এইট পর্ব যে জমজমাট হবে তা বলাই যায়। কারণ ফেভারিটরাই জায়গা পেয়েছে সুপার এইটে। আর বাদ পড়েছে দুর্বল দলগুলোই। অবশ্য ডি গ্রুপের বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচের আগে এটা বলাই যায়।
অনলাইন ডেস্ক