চতুর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপে মঙ্গলবার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৭৫ রান করে।
বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান সর্বোচ্চ ৮৪ রান করেন। তার ৫৪ বলের ইনিংসে ১১টি চার ও ২টি ছক্কা মারেন। পাকিস্তানের পক্ষে ইয়াসির আরাফাত ২৫ রানে ৩ উইকেট নেন ও সোহেল তানভির এবং শাহিদ আফ্রিদি প্রত্যেকে একটি করে উইকেট নেন।পাকিস্তানের জয়ের জন্য ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ১৮.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে। টি-টোয়েন্টিতে এটাই পাকিস্তানের সর্বোচ্চ রান লক্ষ্য তাড়া করে জয়। শফিউল ইসলামের করা দ্বিতীয় ওভারের প্রথম বলে আবুল হাসানেকে সহজ ক্যাচ দেন ইমরান নাজির। সে সময়ে ১ রানে ব্যাট করা নাজির জীবন পেয়ে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন।পাকিস্তানের পক্ষে ইমরান নাজির সর্বোচ্চ ৭২ রান করেন। তার ৩৬ বলের ইনিংসে ৯টি চার ও ৩টি ছক্কা মারেন। বাংলাদেশের পক্ষ আবুল হাসান ৩৩ রানে ২ উইকেট নেন।
ম্যাচ সেরার পুরস্কার জেতেন দুর্দান্ত পারফরমেন্স করা পাকিস্তানের ইমরান নাজির।
মনিরুজ্জামান মানিক – বার্তা সম্পাদক