চতুর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপে শুক্রবার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম খেলায় নিউজিল্যান্ডয়ের উইকেটকিপার ব্রেন্ডন ম্যাককালামের শতকে নিউজিল্যান্ডের কাছে ৫৯ রানে হেরেছে বাংলাদেশ।

মঙ্গলবার ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাংলাদেশ টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ করে। নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ১৯১ রান করে। নিউজিল্যান্ডের পক্ষে ব্রেন্ডন ম্যাককালামের সর্বোচ্চ ১২৩ রান করেন। তার ৫৮ বলের ইনিংসে তিনি ১১টি চার ও ৭টি ছক্কা মারেন। ২৮ রানে ২ উইকেট নিয়ে রাজ্জাক বাংলাদেশের সেরা বোলার হন।

বাংলাদেশ জয়ের জন্য ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে। বাংলাদেশের পক্ষে নাসির হোসেন সর্বোচ্চ ৫০ রান করেন। তার ৩৯ বলের ইনিংসে তিনি ৬টি চার ও ১টি ছক্কা মারেন। নিউজিল্যান্ডের পক্ষে টিম সাউদি (৩/১৬) ও মিলস (৩/৩৩) তিনটি করে উইকেট নেন।

ম্যাচ সেরার পুরস্কার জেতেন দুর্দান্ত পারফরমেন্স করা নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম।

মনিরুজ্জামান মানিক - বার্তা সম্পাদক