চতুর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে হাম্বানটোটার মাহিন্দা রাজাপাকসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের খেলায় জিম্বাবুয়ে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ করে।
শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৮২ রান করে। শ্রীলঙ্কার পক্ষে কুমার সাঙ্গাকারার সর্বোচ্চ (২৬ বলে) ৪৪ রান করেন। জীবন মেন্ডিস দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রানে অপরাজিত থাকেন। জিম্বাবুয়ের পক্ষে গ্রেম ক্রেমার ২৭ রানে ১ উইকেট নেন। এছাড়া বাকি তিন ব্যাটসম্যান বিদায় নিয়েছেন রান আউট হয়ে। জবাবে জিম্বাবুয়ে ১৭ ওভার ৩ বলে ১০০ রানে অলআউট হয়ে যায়। জিম্বাবুয়ের পক্ষে হ্যামিল্টন মাসাকাদজাক সর্বোচ্চ ২০ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেন এল্টন চিগুম্বুরাক। ৮ রানে ৬ উইকেট নিয়ে শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস সেরা বোলার হন। বিশ্বকাপে এটাই সেরা বোলিং। এর আগে ২০০৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ রানে ৫ উইকেট নেন ওমর গুল। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে পাল্লেকেলেতে অজন্তার ৬/১৬ ছিল টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা বোলিং। ম্যাচ সেরার পুরস্কার জেতেন দুর্দান্ত পারফরমেন্স করা শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস।
মনিরুজ্জামান মানিক - বার্তা সম্পাদক