গত ৭ ই সেপ্টেম্বর বাংলাদেশের শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম মিরপুরে বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দল ও দক্ষিণ আফ্রিকার জাতীয় মহিলা ক্রিকেট দল এর মধ্যে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে বাংলাদেশকে পরাজিত করে। 

টসে জিতে বাংলাদেশ দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ দল ১৭৯ রান সংগ্রহ করে। বাংলাদেশ দলের পক্ষে ফারজানা হক সর্বোচ্চ ৫৫ রান করেন। লতা মন্ডল দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান করে।জবাবে ৪৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার পক্ষে দিনেমার ভ্যান ও সান্টি লুবসার প্রত্যেকে দুইটি করে উইকেট নেন।অধিনায়ক দিনেমার ভ্যান দক্ষিণ আফ্রিকা পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৩৯ রান করেন, মারজেনী কেপ দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেন।

৩৫ রানে ৩ উইকেট নিয়ে জাহানারা আলম বাংলাদেশের সেরা বোলার হন। ম্যাচ সেরার পুরস্কার জেতেন দুর্দান্ত পারফরমেন্স করা দক্ষিণ আফ্রিকার দিনেমার ভ্যান।

মনিরুজ্জামান মানিক - বার্তা সম্পাদক