গত বুধবার ৫ ই সেপ্টেম্বর দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ করে।
অস্ট্রেলিয়া ১৯.৩ ওভারে সবকয়টি উইকেটে হারিয়ে ৮৯ রান করে, অস্ট্রেলিয়ার পক্ষে ডেভিড ওয়ার্নার সর্বোচ্চ ২২ রান করে। সোহেল তানভির ১৩ রানে তিন উইকেট, মোহাম্মদ হাফিজ, রাজা হাসান, সায়ীদ আজমল প্রত্যেকে দুইটি করে উইকেট নেন। মূলত তাদের সমন্বিত বোলিং আক্রমণে বড় স্কোর গড়তে পারেনি অস্ট্রেলিয়া। জবাবে পাকিস্তানের উইকেট কিপার কামরান আখমল এর অপরাজিত ৩১ রানে ১৪.৫ ওভারে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। কামরান আখমল ২৪ বলের ইনিংসে ছিল ৩টি চার ও ১টি ছক্কা, অস্ট্রেলিয়ার পক্ষে সেন ওয়াটসন, বেন, পেট কোমিনস প্রত্যেকে একটি করে উইকেট নেন।
ম্যাচ সেরার পুরস্কার জেতেন দুর্দান্ত পারফরমেন্স করা পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ হাফিজ।
মনিরুজ্জামান মানিক - বার্তা সম্পাদক