গুরুর শাসন যে শিষ্যের জন্য মঙ্গলজনক তা বুঝতে পেরেছে কার্লোস তেভেজ। তিনি স্বীকার করেন ম্যানসিটির ম্যানেজার রবার্তো মানচিনির সঙ্গে দ্বন্দ্বে তার অনেক উপকার হয়েছে।
গত মওসুমে চ্যাম্পিয়ন্স লীগের এক খেলায় বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে বদলি খেলোয়াড় হিসেবে নামতে অস্বীকৃতি জানানোর ফলে ২৮ বছর বয়সী আর্জেন্টাইন এ স্ট্রাইকার ও মানচিনির মধ্যকার দ্বন্দ্ব জনসমক্ষে বেরিয়ে আসে।এরপর মানচিনি দীর্ঘদিন মাঠের বাইরে বসিয়ে রাখেন তেভেজকে। পরে অনেক জল গড়ানোর পর মাফ চেয়ে রেহাই পান তেভেজ।
এ বছর শুরু থেকেই দারুণ ফর্মে আছেন তিনি। প্রথম চার ম্যাচেই গোল করেছেন দলের পক্ষে। আর এতেই তিনি বুঝতে পেরেছেন তার উন্নতির বিষয়টি। তিনি বলেন, ভাল বা মন্দ যাই বলুন না কেন, মানচিনির সঙ্গে বিরোধ আমার জন্য ভালই হয়েছে। আমি এখন আবার ফুটবল উপভোগ করছি যা আমি আগে চাইতাম। সাফল্যের জন্য এই ক্ষুধা আমি অনুভব করতে পারছি। মানচিনির সঙ্গে দ্বন্দ্বে খেলা থেকে দূরে থাকায় আর্জেন্টিনা দল থেকেও বাদ পড়েন তিনি। আর তাই শুক্রবার প্যারাগুয়ে ও পরের মঙ্গলবার পেরুর বিরুদ্ধে বিশ্বকাপ বাছাই পর্বে খেলতে পারছেন না। তিনি বলেন, এখন আমাকে ছাড়াই আর্জেন্টিনা ভাল আছে। আর আমিও তাদের ছাড়া ভাল আছি।
অনলাইন ডেস্ক