ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মহিলা ক্রিকেট দল। এর আগে বৃষ্টিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি পরিত্যক্ত হয়।
বুধবার তাদের বিপক্ষে পাকিস্তানের তৃতীয় ম্যাচে খেলবে বাংলাদেশ। ডাবলিনের ক্লনটাফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে আয়ারল্যান্ড টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ৯২ রান করে। আয়ারল্যান্ড পক্ষে ওপেনার ক্লেয়ার শিলিংটন সর্বোচ্চ ৪১ রান করেন। বাংলাদেশের পক্ষে সালমা খাতুন, খাদিজা-তুল কোবরা, জাহানারা আলম, রুমানা আহম্মেদ প্রত্যেকে একটি করে উইকেট নেন। মূলত তাদের সমন্বিত বোলিং আক্রমণ স্বাগতিকদের একশর আগেই থামিয়ে দেয়। লক্ষ্য তাড়া করতে নেমে রানের খাতা খুলার আগেই দুই ওপনোর শুকতারা রহমান ও সানজিদা ইসলামের বিদায়ে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি। তৃতীয় উইকেটে লতা মন্ডলের (২৯) সঙ্গে সালমার ৬৬ রানের জুটি ধাক্কা সামাল দিয়ে বাংলাদেশকে ভালো অবস্থানে নিয়ে আসে।দলীয় ৭১ রানে লতা ও ৮২ রানে সালমার (৪১) বিদায়ের পর আয়ারল্যান্ডের বোলাররা অতিথি ব্যাটসম্যানদের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে। তবে শেষ পর্যন্ত রুমানা আহমেদের ৮, রিতু মনির ৩ ও ফারজানা হকের অপরাজিত ৭ রানের সুবাদে ১৯ ওভার ৫ বলে ৬ উইকেটে হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ১৪ রানে ৩ উইকেট নিয়ে এলেনা টিচ আয়ারল্যান্ডের সেরা বোলার হন।
মনিরুজ্জামান মানিক – বার্তা সম্পাদক