গত ২৪ অগাষ্ট ২০১২ রোজ শুক্রবার আয়ারল্যান্ড-এর ডাবলিনে লেইনস্টার ক্রিকেট মাঠে ত্রি জাতি ওয়ানডে সিরিজের আয়ারল্যান্ড মহিলা দল বনাম বাংলাদেশ মহিলা দলের শেষ একদিনের আন্তজাতিক ক্রিকেট ম্যাচটি বৃষ্টির কারনে পরিত্যক্ত ঘোষনা করা হয়।
আগামী ২৭ অগাষ্ট সোমবার ১২ ঘটিকায় ক্লনটার্ফ ক্রিকেট ক্লাবে ত্রি জাতি টি-২০ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ মহিলা দল পাকিস্তান মহিলা দল মুখামুখি হবে।
মনিরুজ্জামান মানিক – বার্তা সম্পাদক