স্প্যানিশ সুপার কাপের প্রথম লীগে শক্তিশালী রিয়াল মাদ্রিদকে হারিয়ে অভিযান শুরু করল বার্সেলোনা। এই মৌসুমে স্পেনের এই দুই শীর্ষ স্থানীয় ক্লাব প্রায় ৯২ হাজার দর্শকের সামনে খেলতে নেমেছিল। প্রচণ্ড উত্তেজনাপূর্ন এই ম্যাচে শেষপর্যন্ত ৩-২ ব্যবধানে জিতে যায় এফসি বার্সেলোনা।
যদিও রিয়াল মাদ্রিদের সেরা স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ম্যাচের ৫৫ মিনিটে প্রথম গোল করেন। তবে শেষ রক্ষা হয়নি। জেভিয়ার মাশ্চেরানোর একটি পারফেক্ট লং বল পেডো রডরিগেজের পায়ের কাছে এলে স্পেনের এই ফরওয়ার্ড জালে বল জড়িয়ে দেন। ইনিয়েস্তার বল নিয়ে দাপাদাপি মাদ্রিদের ডিফেন্সকে নাজেহাল করে তুলছিল। ঠিক সেই সময় সার্জিয়ো র্যামোজ আর্জেন্তিনার অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে কড়া ট্র্যাকেলে জড়িয়ে পড়লে বার্সেলোনা পেনাল্টির আদায় করে নেয়। ৭০ মিনিটের মাথায় সেটাকে গোলে বদলাতে দেরি করেননি মেসি। এরপরে ৭৮ মিনিটের মাথায় জাভি হার্নান্ডেজ রিয়ালের গোলকিপার ক্যাসিয়াসকে পরাস্ত করে গোলের ব্যবধানকে ৩-১ নিয়ে যায়।
তবে মাদ্রিদের অতিরিক্ত খেলোয়াড় ডি মারিয়া ৮৫ মিনিটে গোল করে ম্যাচে ফিরে আসার চেষ্টা করেন। যদিও সেটা ব্যর্থ হয়। জয়ী দলের কোচ টিটো ভিলানোভা ম্যাচের পরে বলেন ৩-১ কিংবা ৩-২ জেতাটা বড় কথা নয়। আমরা ভাল খেলেছি এটাই বড় কথা। পুরো ৯০ মিনিট আমরা দাপিয়ে বেড়িয়েছি এটাই আমার কাছে ভাল লাগার বিষয়। অন্যদিকে রিয়ালের কোচ মরিনহো বলেন, আমরা প্রথমার্ধে একেবারেই ভাল খেলতে পারেনি। ম্যাচের গতিপ্রকৃতি অনুসারে আমাদের খেলায় বদল আনা উচিত ছিল।
মনিরুজ্জামান মানিক – বার্তা সম্পাদক