অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সপ্তম প্লেঅফ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। আনামুল হকের চোখ ধাঁধানো শতকে বাংলাদেশ ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে। টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় আনামুল হকের দল।

নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৫ রান করে। মোহাম্মদ নেওয়াজ পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করেন। বাংলাদেশর পক্ষে তাসকিন আহমেদ তিনটি এবং দেওয়ান সাব্বির ও আলআমিন দুটি করে উইকেট নেন। মূলত তাদের সমন্বিত বোলিং আক্রমণে বড় স্কোর গড়তে পারেনি পাকিস্তান। জবাবে আনামুল হকের শতক ওপেনার লিটন দাসের অর্ধশতকে ৪৬.২ ওভারে ৫ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। সাজঘরে ফেরার আগে ১২৮ রান করেন বাংলাদেশের অধিনায়ক। আনামুলের হকের ১১২ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ৮টি ছক্কা। পাকিস্তানের পক্ষে এহসান ও নওয়াজ দুটি করে উইকেট নেন। ম্যাচ সেরার পুরস্কার জেতেন দুর্দান্ত পারফরমেন্স করা আনামুল হক।

মনিরুজ্জামান মানিক – বার্তা সম্পাদক