আজ ২৩ ই আগস্ট সকাল সাড়ে ১১ টায় আয়ারল্যান্ডের ডাবলিন রেলওয়ে ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দল ও পাকিস্তান জাতীয় মহিলা ক্রিকেট দল এর মধ্যে তিন জাতি ক্রিকেট সিরিজের বাংলাদেশের তৃতীয় খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় বাংলাদেশ ৪ উইকেট পাকিস্তানের কাছে পরাজিত হয়।টসে জিতে বাংলাদেশ দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ দল সংগ্রহ করে ১৬১ রান। বাংলাদেশ দলের পক্ষে আয়েশা রহমান বৈশাখী সর্বোচ্চ ৩৭ রান করেন। রিতু মনি দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করে অপরাজিত থাকেন। জবাবে ৪৯.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষে পৌঁছে যায় পাকিস্তান। ৩৬ রানে ৩ উইকেট নিয়ে নাদিয়া রশিদ পাকিস্তানের সেরা বোলার হন। অধিনায়ক ছানা মীর পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন, বিসমাহ মারুফ দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন। বাংলাদেশ দলের পক্ষে রেমানা আহমেদ দুইটি উইকেট নেন। আগামীকাল ডাবলিনের ওআই এমসি ক্রিকেট ক্লাবে বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দল, আয়ারল্যান্ড জাতীয় মহিলা ক্রিকেট দলের সাথে খেলবে।
মনিরুজ্জামান মানিক – বার্তা সম্পাদক