আজ ২১ ই আগস্ট রোজ মঙ্গলবার আয়ারল্যান্ডের ডাবলিনের ফিনিক্স  ক্রিকেট ক্লাবে ত্রি জাতি ওয়ানডে সিরিজের দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ আয়ারল্যান্ড জাতীয় মহিলা ক্রিকেট দল বনাম বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত ক্রিকেট ম্যাচে আয়ারল্যান্ড ৬১ রানে বাংলাদেশকে পরাজিত করে। টসে জিতে বাংলাদেশ প্রথমে ফিন্ডিং করার  করার সিদ্ধান্ত নেয়, বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে  আয়ারল্যান্ড ৪৫ ওভারে ৬ উইকেটে হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে। সর্বোচ্চ  ৪১ রান আসে ইজোবেল জয়সীর ব্যাট থেকে। ইমার রিচার্ডসনের ৩১ দ্বিতীয় সর্বোচ্চ রান। বাংলাদেশের পক্ষে সালমা খাতুন ও রেমানা আহমেদ দুইটি করে উইকেট নেন। ডাকওয়ার্থ ল্যুইস পদ্ধতিতে বাংলাদেশকে ৩৮ ওভারে ১৫৬ রানের টার্গেট দেয়। জবাবে বাংলাদেশ ৩৫.৪ ওভারে সবকয়টি উকেটে হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে। বাংলাদেশের পক্ষে লতা মনোল সর্বোচ্চ ২৫ রান করেন। রিতু মনি অপরাজিত ১৪ দ্বিতীয় সর্বোচ্চ রান। ১৮ রানে ৪ উকেটে নিয়ে  ল্যুইস ম্যাকার্থি  আয়ারল্যান্ডের সেরা বোলার।

মনিরুজ্জামান মানিক – বার্তা সম্পাদক