গত ২০ ই আগস্ট রোজ সোমবার ডাবলিন ক্রিকেট দলের উদ্যেগে ফিনিক্স পার্কের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাবে, এক প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয় উক্ত ক্রিকেট ম্যাচে ডাবলিনের ক্লোনডালকিন ও ডাবলিন রাইর্ডাস দুইটি ম্যাচে অংশগ্রহন করেন।

সিরিজের প্রথম ম্যাচে ক্লনডালকিন ৫ উইকেটে ডাবলিন রাইর্ডাসকে পরাজিত করে, টসে জিতে ডাবলিন রাইর্ডাস প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়, ডাবলিন রাইর্ডাস ১৫.৪ বলে সবকয়টি উকেট হারিয়ে ৫৯ রান সংগ্রহ করে, জবাবে ডাবলিনের ক্লোনডালকিন ২ ওভার বাকী থাকতে ৫ উকেটে হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দ্বিতীয় ম্যাচ ডাবলিনের ক্লোনডালকিন টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় ১৯.৪ বলে সবকয়টি উকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করে। সর্বোচ্চ ১৪ আসে আকাশের ব্যাট থেকে। ডাবলিন রাইর্ডাস ৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ ওভার বাকী থাকতে ৮ উকেটে হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ডাবলিন রাইর্ডাসের শামীম মুরাদ সর্বোচ্চ ১৫ রান করেন।

মনিরুজ্জামান মানিক – বার্তা সম্পাদক