আজ সকাল সাড়ে ৯টায় আয়ারল্যান্ডের  ডাবলিন রেলওয়ে ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দল ও পাকিস্তান জাতীয় মহিলা ক্রিকেট দল এর মধ্যে তিন জাতি ক্রিকেট ম্যাচের প্রথম খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় বাংলাদেশ ৪২ রানে পাকিস্তানের কাছে পরাজিত হয়। টসে জিতে পাকিস্তান দল ব্যাট করতে নামে। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে পাকিস্তান দল সংগ্রহ করে ১৮০ রান। পাকিস্থান দলের পক্ষে বি. মারুফ ৬৭ রানে অপরাজিত থকেন। আবিদি’র সংগ্রহ ৫৪ রান। বাংলাদেশ ৪৬ ওভার ২ বল খেলে সংগ্রহ করে ১৩৮ রান। বাংলাদেশ দলের পক্ষে রোমা ৪২, ইফতি ২৩, পিংকি ২০, সালমা ১১, সুপ্তা ৮ রান করেন। আগামীকাল ডাবলিন ফিনিক্স পার্কে বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দল, আয়ারল্যান্ড জাতীয় মহিলা ক্রিকেট দলের সাথে খেলবে।

এ, কে, আজাদ - বার্তা সম্পাদক