বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দল গত ১৬ আগষ্ট রাত ৯টায় এমিরেটস এয়ারলাইন্সে আয়ারল্যান্ডের উদ্দ্যেশে রওয়ানা হয়। গত ১৭ আগষ্ট বেলা ১২টা ৩০ মিনিটে ডাবলিন এয়ারপোর্টে অবতরন করেন।

অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ড এর পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট জনাব শাহীন মিয়া, গন যোগাযোগ সম্পাদক জনাব আফসার উদ্দিন ও জনাব এ, কে, আজাদ ডাবলিন এয়ার পোর্টে তাদের স্বাগত জানান। জাতীয় মহিলা ক্রিকেট দল আইরিশ ক্রিকেট কাউন্সিলের তত্ত্বাবধানে ক্রোক পার্ক হোটেলে অবস্থান করেন। ABAI ও BSAI এর একটি প্রতিনিধি দল জাতীয় মহিলা ক্রিকেট দলের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। তাদের আয়ারল্যান্ড সফর কালিন সময়ের যাবতীয় খোঁজ খবর নেন এবং সর্বাত্বক সহযোগীতার আশ্বাস দেন। বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দল, পাকিস্থান ও আয়ারল্যান্ড মহিলা ক্রিকেট দলের সাথে ৭টি ম্যাচ খেলবে। আগামী ২০আগষ্ট থেকে ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে।

এ, কে, আজাদ – বার্তা সম্পাদক