গত ১৫ ই অগাস্ট বুধবার ২০১২ জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে কমআরজব্যাংক এরিনা স্টেডিয়ামে আর্জেন্টিনা এক প্রীতি ফুটবল ম্যাচে ৩-১ গোলে জার্মানিকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে ৩১ মিনিটে আর্জেন্টিনার হোসে সোসাকে বক্সের মধ্যে ফেলে দেয়ার অপরাধে জার্মানির গোলরক্ষক রন-রবার্ট জিয়েলারকে লাল কার্ড দেখানোর পাশাপাশি পেনাল্টি দেন রেফারি।
পেনাল্টিতে লিওনেল মেসির দুর্বল কিক থেকে গোল করতে ব্যর্থ হয় আর্জেন্টিনা। পরবর্তী ৬০ মিনিট জার্মানিকে ১০জন খেলোয়াড়কে নিয়ে খেলতে হয়।প্রথমার্ধের ইনজুরি সময়ে স্যামি খেদিরার আত্মঘাতী গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। খেলার দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে মেসি দ্বিতীয় গোল করেন এবং ৭৩ মিনিটে দ্বি মারিয়ার ৩৫ মিটার দূর থেকে নেয়া জোরালো শটে ব্যবধান ৩-০ করে আর্জেন্টিনা। খেলার ৮১ মিনিটে জার্মানির ডিফেন্ডার বেনেডিক্ট হোয়েডেস হেড করে গোল করে ব্যবধান ৩-১ করে।
মনিরুজ্জামান মানিক – বার্তা সম্পাদক